করোনায় মৃত্যু এএসআই কালামকে গ্রামের বাড়ি বগুড়ায় দাফন | Daily Chandni Bazar করোনায় মৃত্যু এএসআই কালামকে গ্রামের বাড়ি বগুড়ায় দাফন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুলাই, ২০২০ ১৯:৩৫
করোনায় মৃত্যু এএসআই কালামকে গ্রামের বাড়ি বগুড়ায় দাফন
ষ্টাফ রিপোর্টার

করোনায় মৃত্যু এএসআই কালামকে
গ্রামের বাড়ি বগুড়ায় দাফন

করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে বুধবার রাজশাহীতে কর্মরত পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল কালাম’র লাশ বগুড়ায় দাফন করা হয়েছে।কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী ও বগুড়া শাখার স্বেচ্ছাসেবীদের সহযোগীতায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের স্বাস্থ্যবিধি নির্দেশনা মোতাবেক মৃতদেহকে দাফনের  উপযোগী করে জানাজা সম্পন্ন করে বগুড়ার শেরপুর উপজেলার বনিকপাড়া গ্রামে তাকে দাফন করা হয়। জানাজার আগে বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার বিপিএম’ (বার) উপস্থিতিতে মৃত পুলিশ সদস্য আবুল কালামকে গার্ড অব অনার দেয়া হয়।

কোভিডের উপসর্গ দেখা দেওয়ায় গত ২২ জুন তার নমুনা পরীক্ষা করোনাভাইরাস শনাক্ত হন। এরপর বিভাগীয় পুলিশ হাসপাতালে রেখে চিকিৎসা চলছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রামেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। আবুল কালামের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বনিকপাড়া গ্রামে। তিনি রাজশাহী জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন