নিয়ামতপুরে দুই স্বাস্থ্য কর্মীসহ নতুন ৫জন করোনা আক্রান্ত | Daily Chandni Bazar নিয়ামতপুরে দুই স্বাস্থ্য কর্মীসহ নতুন ৫জন করোনা আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুলাই, ২০২০ ১৩:২৬
নিয়ামতপুরে দুই স্বাস্থ্য কর্মীসহ নতুন ৫জন করোনা আক্রান্ত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নিয়ামতপুরে দুই স্বাস্থ্য কর্মীসহ নতুন ৫জন করোনা আক্রান্ত

নওগাঁর নিয়ামতপুরে দুইজন স্বাস্থ্য কর্মীসহ নতুন করে ৫জনের দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে নিয়ামতপুর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। ইতি মধ্যে ১৪ জন করোনা রোগী সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেছেন।নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, নিয়ামতপুর উপজেলায় নতুন করে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের  একজন সেকমো এবং একজন স্বাস্থ্য সহকারীসহ অপর তিন জনের মধ্যে একজনের বাড়ী উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর গ্রামে, একজনের বাড়ী বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামে এবং একজনের বাড়ী হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রামে। হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রামের করোনা রোগী নমুনা প্রদান করে তার রির্পোট আসার আগেই গত সপ্তাহে মারা যান।

এ নিয়ে নিয়ামতপুর উপজেলায় বর্তমানে চারজন করোনা রোগী রয়েছেন। তিনি আরো বলেন, আজ শুক্রবার যারা নতুন করে করোনা সংক্রমিত রোগীর সংস্পর্শে এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হবে। ইতি মধ্যে করোনা সংক্রমিতদের বাড়ী লকডাউন করা হয়েছে। আমাদের সার্বক্ষনিক নজরদারী রয়েছে।উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, নিয়ামতপুর উপজেলায় গত ২ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট ৬শ ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৬শ ৪৮ জনের। গত ২ জুলাই বৃস্পতিবার পাঠানো ১৪জনের এবং পূর্বের ২জনের মোট ১৬ জনের রির্পোট এখনও আসে নাই।গত ২২ জুনের পাঠানো নমুনার রির্পোট এসেছে ১০ দিন পর  গত ২ জুলাই। সারাদেশে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে করোনার শনাক্তের পরিমান অসম্ভব রকম পরিমাণে বাড়লেও নিয়ামতপুর উপজেলায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, এই অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।