ডিমলায় মতবিনিময় সভা ও এল এ চেক বিতরণ | Daily Chandni Bazar ডিমলায় মতবিনিময় সভা ও এল এ চেক বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুলাই, ২০২০ ২১:১৩
ডিমলায় মতবিনিময় সভা ও এল এ চেক বিতরণ
মোঃ বাদশা সেকেন্দার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডিমলায় মতবিনিময় সভা  ও এল এ চেক বিতরণ

আজ ৬ জুলাই সোমবার বিকালে নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণীর সভাপতিত্বে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মোঃ হাফিজুর রহমান চৌধুরী,জেলা প্রশাসক, নীলফামারী, রংপুর ব্যাটালিয়ান (৫১ বিজিবি পিএসসি অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ ইসহাক, মোঃ আঃ মোতালেব সরকার, উপপরিচালক স্থানীয় সরকার, নীলফামারী, মোঃ আজহারু ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নীলফামারী, মোঃ আনজারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী, বীরমক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ,ডিমলা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার (মিন্টু), উপজেলা ভাইস চেয়ারম্যান-নিরেন্দ্র নাথ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, ডিমলা থানার ওসি মোঃ মফিজ উদ্দিন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল হাসান সহ উপজেলা সরকারী/বেসরকারী দপ্তরের  কর্মকর্তা ও ১০টি ইউ.পি চেয়ারম্যান এবং সীমান্তবর্তী বর্ডারের সুবেদারগণ প্রমুখ। অনুষ্ঠান শেষে ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মৌজা তিস্তা ব্যারেজ ব্যাটেলিয়াম-১ স্থাপনের নিমিত্তে ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রত্যাশি সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিগনের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক প্রদান করেন।  

 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন