কোরবানিকে সামনে রেখে বাড়ছে গরু মোটাতাজাকরণ ওষুধের ব্যবহার | Daily Chandni Bazar কোরবানিকে সামনে রেখে বাড়ছে গরু মোটাতাজাকরণ ওষুধের ব্যবহার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জুলাই, ২০২০ ২২:১৯
কোরবানিকে সামনে রেখে বাড়ছে গরু মোটাতাজাকরণ ওষুধের ব্যবহার
আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

কোরবানিকে সামনে রেখে বাড়ছে গরু 
মোটাতাজাকরণ ওষুধের ব্যবহার

কোরবানি ঈদকে সামনে রেখে এক শেণির কিছু অসাধু ব্যবসায়ীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদক পাচারের পাশাপাশি ক্ষতিকারক গরু মোটাতাজাকরণ ট্যাবলেট পাচার করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। আর এসব গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ব্যবহার করে অল্প সময়ে গরু মোটাতাজা করে দেশের বিভিন্ন অঞ্চলে পশুর হাটে গরু কেনা-বেঁচা করছেন। ফলে দিন দিন এই গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের ব্যবহার বেড়েই চলেছে। উত্তরের সীমান্ত ঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাও এর ব্যাতিক্রম নয়। 

প্রায় এক সপ্তাহ আগে পাঁচবিবির আটাপাড়া ২৮৪/৪ নং সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে ১ লক্ষ ৭৫ হাজার প্যারোপটিন ও ১ লক্ষ ৭৫ হাজার পিস ডেক্সন ট্যাবলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উদ্ধার করলে এমন তথ্য জানাযায়। উদ্ধারকৃত ট্যালেটগুলোর আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৫ লক্ষ টাকার মত বলে বিজিবি জানায়।জয়পুরহাট, ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ফেদৌস হাসান টিটু জানান, গত সপ্তাহের বুধবার ভোররাতে কয়েকজন চোরাকারবারী আটাপাড়া সীমান্তের ছোট যমুনা নদীর ব্রিজ এলাকা দিয়ে গরুর ট্যাবলেট গুলো ভারত থেকে পাচার করে দেশে প্রবেশের সময় বিজিবির টহল দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্যাবলেট গুলো ফেলে পালিয়ে যায়। এসময় ট্যাবলেট গুলো উদ্ধার করে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন