নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে তরুণদের আস্থা আ.লীগ নেতা মজনু | Daily Chandni Bazar নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে তরুণদের আস্থা আ.লীগ নেতা মজনু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জুলাই, ২০২০ ২২:৩২
নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে তরুণদের আস্থা আ.লীগ নেতা মজনু
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে তরুণদের আস্থা আ.লীগ নেতা মজনু

করোনার সংকটময় সময়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তা করছেন ছাত্রলীগের রাজনীতি থেকে ২৭ বছরে উঠে আসা আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু। তরুণদের নেতা হিসেবে বেশ পরিচিতি গড়েছেন। ছুটে চলেছেন বিভিন্ন গ্রামে ও বাজারে। দলমত নির্বশেষে সঙ্গে যাচ্ছে এলাকার যুবক ও তরুণেরা। ব্যক্তিগত প্রচেষ্টায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়া সহ করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করছেন মজনুর রহমান। গ্রাম পর্যায়ে গড়ে তুলছেন জনসচেতনতা। 

জানা গেছে, ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন মন্ডলের ছেলে মজনুর রহমান মজনু। মানুষের পাশে থেকে সহায়তা করার ঐতিহ্য পারিবারিকভাবেই রয়েছে। বাবা মরহুম জালাল উদ্দিন মন্ডলের স্বপ্ন ছিল, আলোর মুখ দেখবে কুমিড়া পন্ডিতপুকুর। গ্রামের মানুষের দুর্ভোগের অবসান ঘটবে। গ্রাম আর শহরের মানুষের মাঝে থাকবেনা ব্যবধান। ধনী-গরীব মিলেমিশে এলাকার উন্নয়নে সবাই থাকবে ঐক্যবদ্ধ। সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন ছিলেন জনতার আস্থা। বাবার স্বপ্ন আর জনগণের প্রত্যাশা পূরণ করতে চান ছেলে মজনুর রহমান মজনু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে প্রতিটি গ্রাম হবে শহর, এই ঘোষণার বাস্তব রুপ দিতে চান তিনি। এজন্য ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন।

যদিও তরুণ বয়স থেকেই জনগণের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করছেন তিনি। চেয়ারম্যান প্রার্থী হবেন জেনে মজনুর রহমানের পাশে এসে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছে স্থানীয় যুবক ও তরুণেরা। দীর্ঘদিন ধরে দরিদ্র পরিবারকে সহায়তা করাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ও ক্রীড়াঙ্গনে আর্থিক অনুদান দিয়ে জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। ক্রীড়াঙ্গনে সক্রিয় সহযোগিতা থাকায় তরুণ ও যুবক সমাজের আস্থায় পরিনত হয়েছেন তিনি। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনু। বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষাজীবনে ছাত্রলীগ থেকে শুরু করেন রাজনীতি। দিয়েছেন নেতৃত্ব, গড়েছেন কর্মীপ্রিয়তা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিকভাবেও সক্রিয় মজনুর রহমান মজনু। তিনি বলেন, চলার পথে অনেক বাধা-বিপত্তি এসেছে আমার জীবনে। থেমে যাইনি, ভাটরা ইউনিয়নের জনগণের ইচ্ছেতে চেয়ারম্যান প্রার্থী হব। যদি বেঁচে থাকি, আমাকে মাঠে দেখবেন ইনশাআল্লাহ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন