বগুড়ায় বিশিষ্ট ব্যবসায়ী বাবলু সাহা’র সহধর্মিণীর পরলোকগমণ | Daily Chandni Bazar বগুড়ায় বিশিষ্ট ব্যবসায়ী বাবলু সাহা’র সহধর্মিণীর পরলোকগমণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুলাই, ২০২০ ২২:৫৫
বগুড়ায় বিশিষ্ট ব্যবসায়ী বাবলু সাহা’র সহধর্মিণীর পরলোকগমণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বিশিষ্ট ব্যবসায়ী বাবলু 
সাহা’র সহধর্মিণীর পরলোকগমণ

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী জয় ফ্লাওয়ার মিলস্ এর সত্ত্বাধিকারী অরবিন্দ সাহা বাবলু’র সহধর্মিণী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি ব্রাক ব্যাংকের বিজনেস্ ডেভেলপমেন্ট ম্যানেজার অতুল কুমার সাহা’র শাশুড়িমাতা দত্তবাড়ি বেনিকুন্ডুলেন এর বাসিন্দা সন্ধ্যা রানী সাহা (৫৮), বুধবার সন্ধ্যায় বগুড়া শামসুন্নাহার ক্লিনিকে চিকিৎসাধীণ থাকা অবস্থায় পরলোকগোমন করেছেন। তিনি গত আড়াই মাস পূর্বে ব্রেইন স্টোকে আক্রান্ত হয়েছিলেন। বুধবার রাতেই শহরের ফুলবাড়ি মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কণ্যা ও জামাতা, একজন ছেলে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী,  এ্যাড. বিজন কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি যথাক্রমে সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, সুজিত প্রসাদ জয়সোয়াল, শংকর পালিত ও দীপক রায় দিপু, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, দপ্তর সম্পাদক অরুপ রতন শীল প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন