বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ১১ জন গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ১১ জন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুলাই, ২০২০ ২২:৫৮
বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ১১ জন গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা 
ও ফেন্সিডিলসহ ১১ জন গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বুধবার ও বৃহস্পতিবারের পৃথক পৃথক অভিযানে প্রায় সহস্রাধিক ইয়াবা ও ফেন্সিডিলসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ায় করোনা দুর্যোগের মাঝেও মাদক নির্মূলে অপ্রতিরোধ্য ভূমিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বগুড়া সদর, শিবগঞ্জ, এবং শাজাহানপুর থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ডিবির আলাদা আলাদা ইউনিট ১ হাজার ১০ পিচ ইয়াবা এবং ১০ বোতল ফেন্সিডিলসহ ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পূর্বকুর্নিপাড়া এলাকার আব্দুল করিম ওরফে জসিম (৩১), কাহালু কাটনাহার এলাকার মনসুর আলী (৪৩), শিবগঞ্জ উপজেলার আবুল কালাম (৩৮) ও আবু তাহের (৪৫), শাজাহানপুর সুজাবাদের নজরুল ইসলাম, বেজোড়া দক্ষিনপাড়া এলাকার আব্দুল কাদের জিলানী(৩২),  সারিয়াকান্দি এলাকার তারা মিয়া(৩৮), সদরের জহুরুলনগর এলাকার খলিল শেখ(২৭), সদরের আটাপাড়া এলাকার মোঃ খোকন(৩২), সূত্রাপুর ঈদগাহ লেনের ইসমাইল হোসেন ওরফে টিটু(৩০) এবং চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার মোঃ রাজন(২৬)।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আছলাম আলী পিপিএম জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে করোনা দুর্যোগের মাঝেও ডিবির প্রতিটি ইউনিটের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সেই সাথে তিনি জানান, গ্রেফতারকৃতদের ইতিমধ্যেই মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং বগুড়া থেকে মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন