বগুড়ায় বিএমটিপি’র সক্রিয় ভূমিকায় বাঞ্চাল বিএমটিএ টেকনোলজিস্টদের কর্মবিরতি কর্মসূচি | Daily Chandni Bazar বগুড়ায় বিএমটিপি’র সক্রিয় ভূমিকায় বাঞ্চাল বিএমটিএ টেকনোলজিস্টদের কর্মবিরতি কর্মসূচি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুলাই, ২০২০ ২৩:৪৯
বগুড়ায় বিএমটিপি’র সক্রিয় ভূমিকায় বাঞ্চাল বিএমটিএ টেকনোলজিস্টদের কর্মবিরতি কর্মসূচি
খবর বিজ্ঞপ্তির

বগুড়ায় বিএমটিপি’র সক্রিয় ভূমিকায় বাঞ্চাল 
বিএমটিএ টেকনোলজিস্টদের কর্মবিরতি কর্মসূচি

করোনা দুর্যোগের মাঝে স্বাস্থ্যখাতকে জিম্মি করে অযৌক্তিক দাবি জানিয়ে বগুড়াসহ সারাদেশে বিএমটিএ এবং এর সাথে যুক্ত হয়ে মেডিকেল টেকনোলজিস্টদের একটি গোষ্ঠীর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পূর্বঘোষিত কর্মবিরতি কর্মসূচিকে বগুড়াতে বাঞ্চাল করে দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিএমটিপি বগুড়া জেলা শাখা কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মবিরতি কর্মসূচী ভন্ডুল এর তথ্য নিশ্চিত এবং সুষ্ঠুভাবে রোগীদের সেবায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্যে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যবিভাগ এবং প্রশাসনের সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি।

বিএমটিপি বগুড়া জেলা শাখার সভাপতি মোজাফফর হোসেন বাদল এবং সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এবং মুঠোফোনে বিএমটিপি জানায়, বৃহস্পতিবার সকালে শজিমেকে ৬ দফা দাবিতে বিএমটিএ’র নেতৃত্বে করোনা দুর্যোগের মাঝে বহিরাগতদের নিয়ে স্বল্প কিছু সময়ের জন্যে শুধুমাত্র ফটোশেসনের লক্ষ্যে তারা একটি মানব-বন্ধন করে এবং পরবর্তীতে বিএমটিপি’র সক্রিয় সভাপতি মোজাফফর হোসেন বাদল নাকি তাদের কর্মসূচীতে উপস্থিত ছিলেন এইরকম মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা বিভিন্ন মিডিয়া হাউসে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন যা নিন্দনীয়।

প্রকৃত অর্থে যারা টেকনোলজিস্ট তারা কেউ কর্মবিরতি তে যায়নি এবং তা সকাল থেকে মাঠে উপস্থিত থেকে নিশ্চিত করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) বগুড়া যার সঠিক তথ্য, ভিডিও চিত্র এবং হাসপাতাল প্রশাসনের সহযোগিতার প্রমাণাদিও রয়েছে সংগঠনের কাছে। বিজ্ঞপ্তিতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দরা দেশের এই ক্রান্তিকালে সরকার বিরোধী অপশক্তিরা স্বাস্থ্যবিভাগের ভাবমূর্তি নষ্টে যেন ভবিষ্যতে এইরকম কোন কর্মসূচী গ্রহণ করতে না পারে এবং করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে শেষ পর্যন্ত সেচ্ছাসেবী হিসেবে করোনা নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষাকরণসহ সকল কাজে সার্বক্ষণিক বিএমটিপি’র সদস্যবৃন্দরা মাঠে থাকবেন মর্মে জানান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন