![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ১৩:৩৭
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
অনলাইন ডেস্ক
বগুড়ার আপডেট- ১০-০৭-২০২০ এ ২৫৭নমুনার ফলাফলে ৪৮জন শনাক্ত।।
★ বগুড়ায় নতুন করে ৪৮জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ২৫জন, নারী- ১৮জন, শিশু-৫জন।
★ উপজেলাভিত্তিক- সদর ৩০, শেরপুর ৪, গাবতলী ৪, শিবগঞ্জ ৩, আদমদীঘি ৩, শাজাহানপুর ২, কাহালু ও সারিয়াকান্দি একজন করে।
★ এদের মধ্যে শজিমেকের ১৮৮পরীক্ষার ফলাফলে ২৩জন পজিটিভ, টিএমএসএস এর ৬৯ পরীক্ষার ফলাফলে ২৫জন পজিটিভ।
★ নমুনা সংগ্রহ-১৪৪
★ মোট নমুনা-২১৮৩৯
★ মোট ফলাফল-১৯৪৮০
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩৬৫৬
মোট সুস্থ- ১৬৯৯(নতুন ৮২ )
মোট মৃত্যু- ৬৭(নতুন ১ )
এখন আছে- ১৮৯০
সূত্র- ডা. ফারজানুল হক, সিভিল সার্জন অফিস, বগুড়া।