পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক জনাব আমিনুল ইসলাম এর মৃত্যুতে আরডিএ পরিবারে গভীর শোক প্রকাশ। | Daily Chandni Bazar পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক জনাব আমিনুল ইসলাম এর মৃত্যুতে আরডিএ পরিবারে গভীর শোক প্রকাশ। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ১৩:৪৯
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক জনাব আমিনুল ইসলাম এর মৃত্যুতে আরডিএ পরিবারে গভীর শোক প্রকাশ।
খবর বিজ্ঞপ্তির

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক জনাব আমিনুল ইসলাম এর মৃত্যুতে আরডিএ পরিবারে গভীর শোক প্রকাশ।

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম এর অকাল প্রয়ানে আরডিএ বগুড়ার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী শোকে মুহ‍্যমান।
এক লিখিত বিবৃতিতে আরডিএ পরিবারের পক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কমনা করেছেন। শনিবার সকাল ৯ টায় আমিনুল ইসলাম মৃত্যুবরণ করেন। মহাপরিচালক আমিনুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত ২২ জন বগুড়ার টিএমএসএস-এ নমুনা দেন আমিনুল ইসলাম। পরের দিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সেসময় তিনি আরডিএ বগুড়ায় নিজের বাংলোতে আইসোলেশনে চলে যান।

পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে বসবাস করেন।আমিনুল ইসলাম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর যোগদান করেন।সুদীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, খাদ্য মন্তণালয়ের উপসচিব, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি আমিনুল ইসলাম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মহাপরিচালক হিসেবে যোগদান করেন। চলতি বছরের জুনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘নিয়ন্ত্রণাধীন দফতর/সংস্থা’ কাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার’ অর্জন করেন তিনি। আমিনুল ইসলাম সামাজিক আন্দোলন স্কাউটিং কার্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। স্কাউটস এর একজন লিডার ট্রেনার ছিলেন তিনি। বিগত পাঁচ বছর যাবত বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।আমিনুল ইসলাম স্কাউটসের ন্যাশনাল সার্টিফিকেট এ্যাওয়ার্ড, মেডেল অব মেরিট, বার টু দ্যা মেডেল, প্রধান জাতীয় কমিশনার এ্যাওয়ার্ড অর্জন করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন