দুপচাঁচিয়া বিশ্ব জনসংখ্যা দিবস পালিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়া বিশ্ব জনসংখ্যা দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২০ ১৮:৪৭
দুপচাঁচিয়া বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘মহামাারি কোভিড-১৯কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে গত ১১জুলাই শনিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য বিধিমেনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা কামনাশিষ সরকার, ভেটেরিনারী সার্জন ডাঃ মাহবুব হাসান চৌধুরী, জিয়ানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, মা ও শিশু স্বাস্থ্য ফ্যামিলি প্লানিং মেডিকেল অফিসার ডাঃ খায়রুন নাহার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাবেক ব্যাংকার আজিজুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের এসএসিএমও ডাঃ অলোক কুমার সরকার, এফডাব্লুউএ আফরোজা বেগম, আব্দুল ওহাব প্রমুখ। পরে স্বাস্থসেবায় বিশেষ অবদান রাখায় জিয়ানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, জিয়ানগর পরিবার কল্যান কেন্দ্র এবং বিভাগের এসএসিএমও, এফপিআই,এফডাব্লুউএ, এফডাব্লুউভিকে শ্রেষ্ঠত্বের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন