উজানের পাহাড়ি ঢলে ও টানা বৃষ্টিতে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কয়েকদিন যাবৎ পানিবন্দী থাকায় মানবেতর জীবন-যাপন করছে ওই ইউনিয়নের চৈতন সিতারাম কলাখাওয়া,ছোট বাসুরিয়া,বড় বাসুরিয়া ও চড় বুদারু এলাকার মানুষজন।
এই কঠিন সময়ে এখন পর্যন্ত সরকারী সহযোগীতায় কোনো খাবার না পৌছলেও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু নিজ উদ্যেগে এক বুক পানিতে ভিজে এক হাজার মানুষের কাছে শুকনো খাবারের প্যাকেট পৌছে দিয়েছেন।
এই খাবারের প্যাকেট পেয়ে অনেকে স্বস্তির নিস্বাস ফেলছেন।ওই এলাকার পানিবন্দী মানুষজন জানান,পানিতে রাস্তাঘাট ডুবে গেছে।আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। কয়েকদিন যাবৎ পানিবন্দী থাকায় ঘরের মজুদ করা খাবার শেষ হয়েছে। এই কঠিন সময়ে আমরা সরকারী অথবা বেসরকারী কোনো সহযোগীতা পাই নাই।আমাদের বিপদের দিনে আওয়ামী লীগ নেতা মিঠু ভাই আমাদের পাশে দাড়িয়েছেন । এসময় উপস্থিত ছিলেন, বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল হক প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন