![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামে বাড়ির পাশে করলা ক্ষেতে সোহাগ হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পাঁচবিবি থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত ওই মাদ্রাসার ছাত্র নন্দইল গ্রামের মৃত আমিন হোসেনের ছেলে। নিহতের ভাই লিটন জানায়, সোমবার বাড়ি থেকে বের হয়ে রাতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে করলা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলা কলার গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশ খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইফতেখার আলম বলেন, ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারন জানা যাবেনা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন