দুপচাঁচিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০ ২০:২৬
দুপচাঁচিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৪জুলাই মঙ্গলবার বিকেলে আক্কেলপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদারের প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল মান্নান, ফরিদ হোসেন, কায়ছার আলী, ইউনুছ আলী, আলগীর রহমান, গোলাম রব্বানী, হাকিম আলী, মোজাফ্ফর আলী, এফাজুল হোসেন, উপজেলা যুব সংহতির আহবায়ক মাহমুদুল হক শিপন, উপজেলা শ্রমিকপার্টির আহবায়ক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিল্টন রহমান, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ। সাবেক রাষ্ট্রপতির রুহের মাহফেরাত কামনা করে দোয়া করা হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ২হাজার ফলদ, বনজ ও ঔষুধী বৃক্ষের চারা বিতরনের উদ্বোধন করা হয়।

  দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন