যমুনা নদীর বাঁধের ভাঙ্গণ রোধে বৃক্ষরোপণ | Daily Chandni Bazar যমুনা নদীর বাঁধের ভাঙ্গণ রোধে বৃক্ষরোপণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০ ১৮:৪২
যমুনা নদীর বাঁধের ভাঙ্গণ রোধে বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক

যমুনা নদীর বাঁধের ভাঙ্গণ রোধে বৃক্ষরোপণ

যমুনা নদীর বাঁধের ভাঙ্গণ ও ধস ঠেকাতে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ) ও পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। বাঁধের এ ভাঙ্গন রোধে সবাই যেন বৃক্ষরোপণ করেন সে বিষয়ে সচেতনতামূলক কর্মসূচীরও আয়োজন করেন তারা। বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ,  সিইও আব্দুল্লাহ্ আল ফাত্তাহ্, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রনিসহ এলাকার একদল তরুণ। এ বিষয়ে জানতে চাইলে এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ বলেন, ‘বর্ষাকাল আসলেই বন্যায় প্লাবিত হয় যমুনা নদী বিধৌত বগুড়ার সারিয়াকান্দি উপজেলা। বন্যা মোকাবেলায় বাঁধ করা হলেও পর্যাপ্ত বৃক্ষ না থাকায় বাঁধের ধস কিংবা ভাঙ্গণে চিন্তিত হয়ে পড়েন নদী তীরের মানুষ। সবাইকে গাছ লাগাতে উব্ধুদ্ধ করতে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচী ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন