বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু করোনা ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়ে কর্মে যোগ দিলেন। বৃহস্পতিবার সকালে তিনি করোনা থেকে ফিরে প্রথম তার কর্মস্থল বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদেন। কর্মস্থলে যোগ দিতে গেলে এসময় কার্যালয়ের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিরা তাকে ফুলেল শভেচ্ছা জানান। ডাঃ সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া শাখার সভাপতি, বিএমএ বগুড়ার কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। বগুড়া সদরে করোনা ভাইরাসের প্রকোপ বেশি হলে তিনিসহ তার কার্যালয়ের ৪ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়। তাদেরও একই দিনে ফুলেল শুভে”চ্ছা জানানো হয়। এই কার্যালয় থেকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন স্বাস্থ্য সহকারি আফাজ উদ্দিন, অফিস সহায়ক নান্নু মিয়া, সিএইচসিপি (বুজরুক বাড়িয়া) কাজল রেখা ও কমপাউন্ডার মিজানুর রহমান। ডা: সামির হোসেন মিশু ২৫ জুন করোনায় পজিটিভ হন এবং হাসপাতালে চিকিৎসা শেষে নেগেটিভ হয়েছেন ৯ জুলাই।
ডা: সামির হোসেন মিশু জানান, তাঁর অবর্তমানেও সদর উপজেলায় কোন কাজের সমস্যা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফোনে ফোনে নির্দেশনা প্রদান করা হয়। বেশি অসুস্থ্য হলে সেটি আর বলা যায় নি। কিছুটা সুস্থবোধ করলেসেটি আবার বলা হয়েছে। তিনি মনে করেন সকলে মিলে সদর কার্যালয়ের কাজটি চালিয়ে নিয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সকল কে নিয়ে কাজ করে যাওয়ার কথা বলেন। মানুষের পাশে থাকতে হবে। বগুড়া সদর উপজেলা থেকে যে ভাবে করোনা রোগীদের চিকিৎসায় সেবা দেয়া হচ্ছে তা আরো বাড়ানোর চেষ্টা করা হবে। বগুড়া সদর উপজেলা স্বাস্খ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সকলে মিলেই নিজনিজ দায়িত্ব থেকে করোনা ভাইরাসসহ সকল রোগের সেবায় নিজেদের নিয়োজিত থাকবেন বলে জানান।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন