![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০ ২০:৫০
বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির
করোনা সচতেনতায় লিফলেট বিতরণ
ষ্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের এই দুর্যোগ থেকে সুরক্ষা রাখতে বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির আয়োজনে ৭দিন ব্যাপী লিফলেট বিতরণ শুরু করা হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া শহরের সাতমাথায় অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠি থেকে এই প্রচারণা শুরু করা হয়। বগুড়ার সুনামধারী এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলামের নির্দেশনায় করোনা ভাইরাস থেকে সচেতন থাকতে এই লিফলেট বিতরণ করা হয়। সাতদিনব্যাপী সচেতনমুলক লিফলেট বিতরনের প্রথম দিনের কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং সদস্যদের মাধ্যমে ১ হাজার ৫০০টি লিফলেট বিতরণ করা হয়। আগামী ৭দিনব্যাপী এই লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন