জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু | Daily Chandni Bazar জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০ ১৯:৫৩
জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু
জয়পুরহাট ব্যুরোঃ

জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু

জয়পুরহাটে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মামুন সরদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  শনিবার (১৮ জুলাই)  সকালে ওই ব্যবসায়ী বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: সেলিম মিয়া। তার বাড়ি কালাই উপজেলার পৌর সদরের থানাপাড়া মহল্লায়। পারিবারিক সুত্র জানায়,করোনা উপসর্গ নিয়ে মুমুর্ষ অবস্থায় তাকে শুক্রবার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ  সকালে তিনি মারা যান। 

সিভিল সার্জন ডা: সেলিম মিয়া জানান, মৃত ওই ব্যক্তির করোনা পজিটিভ ছিল। তার করোনার সবগুলি উপসর্গই  ছিল বলে পরিবার নিশ্চিত করেছে। জয়পুরহাটে করোনায় এই প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটলো। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ফলাফল আসে ৭ হাজার ৪৯৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২৩। আর সুস্থ্য হয়েছেন ৩৭৮ জন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন