![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০ ১১:৪৬
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
অনলাইন ডেস্ক
বগুড়ার আপডেট- ১৮-০৭-২০২০ এ ৩৩৫নমুনার ফলাফলে ৬৯জন শনাক্ত।।
★ বগুড়ায় নতুন করে ৬৯জন করোনায় শনাক্ত।
★ উপজেলাভিত্তিক- সদর ৪৩, শিবগঞ্জ ৬, আদমদীঘি ৫, দুপচাঁচিয়া ৭, শেরপুর ৩, কাহালু ২, নন্দীগ্রাম ২ ও শাহাজাহানপুর একজন।
★ এদের মধ্যে শজিমেকের ২৮২ পরীক্ষার ফলাফলে ৪৪ জন পজিটিভ, টিএমএসএস এর ৫৩ পরীক্ষার ফলাফলে ২৫ জন পজিটিভ।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৪১২০
মোট সুস্থ- ২১০৬(নতুন ৪১)
মোট মৃত্যু- ৭৯(নতুন ১)
এখন আছে- ১৯৩৫
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।