বগুড়ায় সবজির ট্রাকে ১০টি পিস্তল ১০ রাউন্ড গুলি ফেন্সিডিল গ্রেফতার ৩ | Daily Chandni Bazar বগুড়ায় সবজির ট্রাকে ১০টি পিস্তল ১০ রাউন্ড গুলি ফেন্সিডিল গ্রেফতার ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ২১:০৮
বগুড়ায় সবজির ট্রাকে ১০টি পিস্তল ১০ রাউন্ড গুলি ফেন্সিডিল গ্রেফতার ৩
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সবজির ট্রাকে ১০টি পিস্তল
১০ রাউন্ড গুলি ফেন্সিডিল গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে সবজি বোঝাই ট্রাক থেকে পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার সদস্যরা। পিস্তল, গুলি ও ফেন্সিডিলগুলো ট্রাকে করে গাজীপুরে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বুধবার বিকেলে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার ভাগদুবরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার হয়েছে। অভিযানে সবজি বোঝাই ট্রাক থেকে ১০টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল সহ ৩ জন আটক হয়েছে। এ ঘটনায় ট্রকের ছাদে থাকা যাত্রী জয়পুরহাট জেলা সদরে ভাতশা এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ ছোটন (২৪), ট্রাকের চালক জয়পুরহাটের আক্কেলপুরের কাবিল হোসেন (৩২), হেলপার নওগাঁর বদলগাছির সেভেন হোসেনকে (২৮) আটক করেছে।

বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জয়নুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করেন। উল্লেখিত স্থানে ট্রাক তল্লাশি করে অস্ত্র সহ মাদক উদ্ধার করা হয়। নওগাঁর বদলগাছী থেকে সবজি বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা ট্রাকটি আটক করে। ট্রাকে সবজির উপরে বসে থাকা যাত্রী ছোটনকে নামিয়ে তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ১০ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।

ঢাকা যাওয়ার জন্য দুপচাঁচিয়ার বেড়াগ্রামে থেকে ঐ ট্রাকে উঠেছে বলে আটক ছোটন জানায়। ছোটন পুলিশকে আরও জানিয়েছে, জনৈক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দিয়ে গাজিপুরের অপর এক ব্যক্তিকে দিয়ে দেয়ার কথা বলে।  বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন