আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত | Daily Chandni Bazar আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ২১:১৪
আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
স্বাধীন মাষ্টার, আক্কেলপুর প্রতিনিধিঃ

আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে সাতদিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মৎস্য উৎপাদনে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, সাব-রেজিষ্ট্রার জুয়েল রানা, উপজেলা প্রানী সম্পদ সার্জন তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সকেল হোসেন, শাদমান হাফিজসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মৎস্য চাষীরা। পরবর্তীতে মৎস্য সপ্তাহের প্রথম আনুষ্ঠানিকতা শেষে উদ্ধোধনী অনুষ্ঠানের ২য় পর্বে প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন