জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ২১:২০
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্যুরো প্রধান জয়পুরহাটঃ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় রেজা হাসান জয় (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট-বদলগাছী সড়কের লাইলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা দুজন গুরুতর আহত হওয়ায় তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে রেজা হাসান জয় তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজ শেষে  জয়পুরহাট থেকে বদলগাছীর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লাইলীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝায় ট্রাক ধাক্কা দিলে তারা ৩জনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয় । এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করলেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে যায়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন