সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ | Daily Chandni Bazar সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৯:২৬
সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ
ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জে বানভাসিদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ।সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের যুবলীগের সভাপতি নিজ উদ্দেগে বানভাসিদের মাঝে আজ বৃহস্পতিবার ধুমাইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (তমিজের মোড়) স্থানে ত্রাণ বিতরণ করেছেন শামীম সরদার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মিজানুর রহমান লিটু, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা প্রমূখ। এ সময় প্রায় ৫ শত প্যাকেট খিচুরী বিতরণ করা হয়। পরিশেষে ২ টি গাছের চারা বিদ্যালয় মাঠে রোপণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন