বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সদস্যরা লাশ জীবাণুমুক্ত করে জানাযা শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সমন্বয়ক মিজানুর রহমান সেব জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে আফতাব উদ্দিন (৮৫) নামে একজন মারা যান। তিনি বগুড়া জেলার শেরপুরের রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তিনি শেরপুরের বাগড়া কলোনীতে বসবাস করতেন। একইদিন ভোর পৌণে ৫টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন আমিনুর রহমান (৬৭)। তিনি সরকারি হাস মুরগী খামারের অবসরপ্রাপ্ত প্রধান টেকনিশিয়ান ছিলেন। তিনি বগুড়া সদরের নিশিন্দারা শাহপাড়ার বাসিন্দা।
এদিকে করোনাভাইরাসে বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নিয়ামত আলী (৩৫)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের সিগনাল খালাশি ছিলেন। তিনি মঙ্গলবার রাত ১ টায় করোনার উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে কোভিড-১৯ পজিটিভ আসে। তার স্থায়ী ঠিকানা বগুড়ার আদমদীঘীর শালগ্রামে। কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার একটি স্বেচ্ছাসেবী টিম স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহকে ধর্মীয় নিয়মানুসারে দাফনের জন্য প্রস্তুত করে হাসপাতাল চত্বরে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
বৃহস্পতিবার বগুড়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোস্তফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে ৫৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর ফলে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৩৭০ জন, সুস্থ হয়েছে ২ হাজার ৫৭৫ জন এবং নতুন ৫ জন সহ এ পর্যন্ত মোট মারা গেছেন ৯০ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন