জয়পুরহাটে পুকুর থেকে হোটেল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার | Daily Chandni Bazar জয়পুরহাটে পুকুর থেকে হোটেল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০ ১৯:৪৪
জয়পুরহাটে পুকুর থেকে হোটেল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
ব্যুরো প্রধান জয়পুরহাট:

জয়পুরহাটে পুকুর থেকে হোটেল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে পুকুর থেকে হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এ মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত শহিদুল ইসলাম সদর উপজেলার গুলশান মোড় এলাকার কাবেজ উদ্দিন এর ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম শহরের মাছুয়া বাজারে তার হোটেল বন্ধ করলেও বাড়িতে ফিরেনি। পরিবারের স্বজনরা অনেক খোঁজাখোঁজির পরও তার কোন সন্ধান পাননি। দুদিন পর বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এর মর্গে পাঠায়। এটা পরিকল্পিত হত্যাকান্ড না অস্বাভাবিক মৃত্যু তা তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন