![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
করোনাকালীন দুর্যোগের এই সময়ে সপ্তাহব্যাপী প্রায় ৩ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন মহাস্থান রেজিমেন্ট এক্স ক্যাডেট গ্রুপ। অভাবের কথা প্রকাশ করতে না পাড়া এই পরিবারগুলিও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহীর বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, এক্স ক্যাডেট সি ইউ ও মোঃ শোভন মিয়া, এক্স ক্যাডেট সি ইউ ও মোঃ আতিকার রহমান, এক্স ক্যাডেট সি ইউ ও আনিসুজ্জামান পিপলু, এক্স ক্যাডেট সার্জেন্ট হারুন অর রশিদ, এক্স ক্যাডেট নাজনীন, এক্স ক্যাডেট নীলা।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই বৃহৎ সংস্থা বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বড় অধিদপ্তর হিসেবে পরিচিত। এই অধিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাটুন খুলে ছাত্রদেরকে সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। বিএনসিসির এক্স ক্যাডেটবৃন্দ তাদের জ্ঞান শৃঙ্খলা ও একতাকে একভূত করে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং ২০১৭ সালে মহাস্থান রেজিমেন্ট এর এক্স ক্যাডেটবৃন্দ ‘মহাস্থান রেজিমেন্ট এক্স ক্যাডেট গ্রুপ' নামে একটা সংগঠন গড়ে তোলে। ক্রমান্বয়ে তা বিস্তৃত হচ্ছে।
কার্যক্রমের বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে- একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম.এম রাসেল, এক্স ক্যাডেট সার্জেন্ট প্রজন্মের আলো স¤পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, এক্স ক্যাডেট সিইউও নূরতাজ সোমা, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ অলিউল হাসনাত সিফাত, এক্স ক্যাডেট সার্জেন্ট মতিউর রহমান, এক্স ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান, এক্স ক্যাডেট কর্পোরাল সজীব হোসেন, এক্স ক্যাডেট কর্পোরাল মিশরুল হামিদ, এক্স ক্যাডেট মো মানিক হোসেন , এক্স ক্যাডেট সুলতানা তাসনিম, এক্স ক্যাডেট ছায়েবা আক্তার তিথি ও এক্স ক্যাডেট নিপা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন