বগুড়ায় নতুন আক্রান্ত ৫০ সুস্থ ১৮৪ | Daily Chandni Bazar বগুড়ায় নতুন আক্রান্ত ৫০ সুস্থ ১৮৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০ ২১:১৫
বগুড়ায় নতুন আক্রান্ত ৫০ সুস্থ ১৮৪
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নতুন আক্রান্ত ৫০ সুস্থ ১৮৪

বগুড়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। প্রতিদিনই নতুন করে শনাক্ত হচ্ছেন করোনা রোগী। পাশাপাশি এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। শুক্রবার নতুন করে মৃত্যু নিয়ে একশজনের ঘর ছুঁই ছুঁই করছে। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন করে ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪২০ জনে দাঁড়ালো।

গত ২৩ জুলাই বগুড়ায় পরীক্ষা করা ২১৫টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ১২ জন এবং বাকি ৩ জন শিশু। নতুন ৫০ জনের মধ্যে সদরে ৩৮জন, শাজাহানপুর ৮জন, নন্দীগ্রামে ২জন, শেরপুরে ও দুপচাঁচিয়ায় একজন করে রয়েছেন। একই সময়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ১৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৭৫৯ জন সুস্থ হলেন। নতুন করে  আরও একজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন