করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে বৃক্ষরোপণ | Daily Chandni Bazar করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে বৃক্ষরোপণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০ ০৪:৩৪
করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক

করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে বৃক্ষরোপণ

দখল-দূষণে জর্জরিত করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন ও ‘পরিবর্তন চাই’ নামের দুটি সংগঠন। বৃক্ষরোপণের পাশাপাশি এখন থেকে দূষণ ও দখলের বিরুদ্ধে কাজ করবেন তারা। শুক্রবার বগুড়া জেলার মাদলা নামক স্থানে নদীর তীরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। জানা গেছে, সংগঠনের কর্মীরা নদী তীরের মানুষ ও তরুণদের নিয়ে নদীর সৌন্দর্য রক্ষায় কাজ করবেন। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি এখন থেকে দূষণ কিংবা দখলে লিপ্ত হয় তবে আইনি সহায়তায় তাদের বিরুদ্ধে লড়বেন বলে জানান তারা। 

বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইও আব্দুল্লাহ আল ফাত্তাহ্, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রনি, ‘পরির্বতন চাই’ বগুড়া জেলার সমন্বয়ক মিজানুর রহমান, পরিবর্তন চাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক সেবক জোবাইল, মাসুম বিল্লাহ, আতিকুর রহমান, জাকারিয়া হোসাইন প্রমুখ।  জানতে চাইলে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ বলেন,‘ নদী আমাদের সম্পদ। আর এ সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী নদীটি দখল-দূষণ ও বালু উত্তোলনের ফলে নদীটি এখন প্রায় মৃত প্রায়। আমরা চাই নদী তীরের মানুষ ও শিক্ষিত তরুণদের নিয়ে বৃক্ষরোপণসহ সামাজিক সচেতনতার মাধ্যমে করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে কাজ করবো।’ 

পরিবর্তন চাই এর রাজশাহী  বিভাগীয় সমন্বয়ক মো. আতিকুর রহমান বলেন, ‘টাঙ্গাইলের লোহজং, বরিশালের জেলখাল, বাগেরহাটের ভৈরব নদ উদ্ধারের অভিযানে আমরা কাজ করেছি। এ কারণে প্রশাসনের হস্তক্ষেপে আমরা নদীগুলোর দখল দূষণ বন্ধ করতে পারি। একইভাবে বগুড়ার করতোয়া নদী উদ্ধারেও আমরা সম্মিলিতভাবে কাজ করে নদীটির হারানো গৌরব ফেরাতে চাই।’

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন