নন্দীগ্রামে ৩০ বছরের রাস্তা প্রভাবশালীদের ছত্রছায়ায় জোর করে গাছ লাগিয়ে বন্দ, গ্রাম বাসরি চরম দূর্ভোগ | Daily Chandni Bazar নন্দীগ্রামে ৩০ বছরের রাস্তা প্রভাবশালীদের ছত্রছায়ায় জোর করে গাছ লাগিয়ে বন্দ, গ্রাম বাসরি চরম দূর্ভোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০ ০৪:৪০
নন্দীগ্রামে ৩০ বছরের রাস্তা প্রভাবশালীদের ছত্রছায়ায় জোর করে গাছ লাগিয়ে বন্দ, গ্রাম বাসরি চরম দূর্ভোগ
নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি:

 নন্দীগ্রামে ৩০ বছরের রাস্তা প্রভাবশালীদের
   ছত্রছায়ায় জোর করে গাছ লাগিয়ে বন্দ, গ্রাম বাসরি চরম দূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে দিঘির পাড় গ্রামের ৩০ বছরের  রাস্তা প্রভাবশালীদের ছত্রছাঁয়ায়  জোর করে গাছ লাগিয়ে বন্দ করা হয়েছে।এতে করে গ্রাম বাসিদের চরম দূর্ভোগ পহাতে হচ্ছে।ঘটনার বিবরনে প্রকাশ: উপজেলার ২নং ইউনিয়নের ৯নংওয়ার্ডের দিঘির পাড় উত্তর পাড়া গ্রামের নতুন পুকুর থেকে আশাদুলের বাড়ি প্রর্যন্ত  ইট পাড়া রাস্তার কিছু অংশ কাঁচা হওয়ার কারনে গ্রাম বাসীর চলাচল করতে কষ্ট হয়। এমত অবস্থায় লোকজনের  যাতায়াতের সুবিধার জন্য ২নং ইউনিয়ন পরিষদ থেকে ট্রেন্ডারের মাধ্যমে  ইট বিছানোর কাজ নির্ধারন করা হয়। ঠিকাদার গত ২১ জুন  ইট বিছাতে গেলে একই গ্রামের  নুরুল ইসলাম  আবুল কালাম, আব্দুল মজিদ,  আইয়ুব আলী, জোর করে  ইট বিছানোর কাজে বাধা প্রদান করে এবং বন্দ করে দেয়।

তখন গ্রামের  লোকজন নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ  দায়ের করে । অভিযোগটি  নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত কবির  তদন্ত করে  ব্যাবস্থা নেয়ার জন্য থানার এস আই রুবেল কে দায়িত্ব দেন। এস আই রুবেল উভয় পক্ষের সাথে কথা বলে , এক পর্যায়ে  নুরুল ইসলাম, আব্দুল মজিদ, আইয়ুব আলী, আবুল কালাম  রাস্তা দিবে বলে প্রতিশ্রতি ব্যাক্ত করে।  কিন্ত  তারা হঠাত করে গত ২৩ জুলাই তারিখে ওই রাস্তার মাঝখান দিয়ে গাছ লাগিয়ে  বন্দ করে দেয়। এতে করে  পুরো গ্রাম বাসীর  চলাচল করা বন্দ হয়ে যায়, বর্তমানে রাস্তায় গাছ লাগানো নিয়ে গ্রাম বাসির মধ্যে  চরম উত্তেজনা বিরাজ করছে, যেকোনো মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে  এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান , এ বিষয়ে  প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন