বগুড়া নিশিন্দারায় বিট পুলিশিং কার্যক্রম | Daily Chandni Bazar বগুড়া নিশিন্দারায় বিট পুলিশিং কার্যক্রম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০ ০২:১২
বগুড়া নিশিন্দারায় বিট পুলিশিং কার্যক্রম
ষ্টাফ রিপোর্টার

বগুড়া নিশিন্দারায় বিট পুলিশিং কার্যক্রম

পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বগুড়া সদর থানার ১০ নং বিট নিশিন্দারা ইউনিয়নের 'বিট পুলিশিং কার্যক্রম' শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার বিকেলে সদরের নুনগোলা ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শাহিনুর ইসলাম টম্পি'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। সভায় ওসি হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপির নেতৃত্বে এবং বগুড়ায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়তে বগুড়ায় পুলিশের প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ।

অপরাধ দমনে জিরো টলারেন্সভাবে বগুড়ায় পুলিশের অভিযান চলমান থাকবে আর এক্ষেত্রে তথ্য দিয়ে সর্বদা পুলিশকে সহযোগিতা করার জন্যে তিনি সকল কে আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর ( অপারেশন) হাসান আলী, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ এবং বিট ইনচার্জ এস আই আলমগীর হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক শাফায়াত সজল। এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং এর উপদেস্টা আলহাজ্ব রওশন আলী আলো, ইউপি সদস্য এবিএম শাফি, স্বপ্না বেগম, কহিনুর বেগম, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম রাঙ্গা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন