বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০ ০২:১৫
বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে শুক্রবার রাতে ৫০০ গ্রাম গাঁজা এবং ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আছলাম আলী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টায় বগুড়া সদর থানাধীন ফুলবাড়ি উত্তরপাড়া হইতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন ও পৃথক একটি অভিযানে রাত্রি ৯ টায় চকসূত্রাপুর সওদাগরপাড়া হইতে ১০ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদরের মালগ্রাম চাপড় পাড়ার মৃত চান মিয়ার মেয়ে রুমি ওরফে জমেলা ওরফে কিরন বেগম (৪২), ফুলবাড়ি উত্তরপাড়ার লিটন শেখের স্ত্রী মনোয়ারা বেগম (৩২), চকসূত্রাপুর সওদাগর পাড়ার আনোয়ার হোসেন ওরফে লিটনের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫)। বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আছলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক- নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জিরো টলারেন্সভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন