ক্ষেতলালে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী | Daily Chandni Bazar ক্ষেতলালে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ০২:৩৩
ক্ষেতলালে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

ক্ষেতলালে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

“মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখি সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পোনা অবমুক্তকরনের মাধ্যমে গতকাল সোমবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর সমাপনি হয়েছে।২১-২৭ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ক্ষেতলালে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে বিনা মূল্যে পোনা ও চাষের বিভিন্ন উপকরণ বিতরন, মাটি ও পানি পরীক্ষা করা হয়। সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান, বড়তারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাবেয়া ইয়াছমিন, সামসুল আলমসহ বিবিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন