নন্দীগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar নন্দীগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ০৩:১৯
নন্দীগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:

নন্দীগ্রামে  বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে আমন ধান রোপনকালে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুলাই) সকাল ৯টার দিকে  নন্দীগ্রাম পৌর এলাকার  বৈলগ্রাম পূর্ব মাঠে এ ঘটনা  ঘটে। জানা গেছে সে নাটোর জেলার  সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের  বাঁকাইকুড়ি গ্রামের আবু হানিফের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, বৈলগ্রামের শুকুর আলীর আমন ধানের  জমি রোপনের  কাজ নেয় তারা। সে মোতাবেক তারা সোমবার সকাল থেকে বৈলগ্রাম পূর্ব মাঠের ভেতর জমি রোপনের  কাজ শুরু করে। এমতাবস্থায়  বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্যপাতে কৃষি শ্রমিক সাদ্দাম মারা যান।  নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান  সিদ্দিকী জুয়েল মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন