করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ আক্রান্ত ২৯৬০ | Daily Chandni Bazar করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ আক্রান্ত ২৯৬০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ১৫:১২
করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ আক্রান্ত ২৯৬০
অনলাইন ডেস্ক

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ আক্রান্ত ২৯৬০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ মারণভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ৩৭ জনের প্রাণহানি ঘটে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩০০০ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৬ জন পুরুষ এবং বাকি ৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৬০ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ২৭৭২ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার। তবে এক কোটির বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন