![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে শামিমুল হুদা চৌধুরী পতন (৬০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার দুপুরে পৌর এলাকার পুরাতন বাজার এর মেসার্স প্রিন্স ফার্মেসীতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম হাবিবুল হাসান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর কর্মকর্তরা নিষিদ্ধ নেশা জাতীয় পেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে আক্কেলপুর উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগ এ্যাসোসিয়েশনের সভাপতি শামিমুল হুদা চৌধুরী পতনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহৃত আছে। অভিযান চলাকালিন সময়ে শামিমুল হুদাকে প্রাথমিকভাবে ৫হাজার টাকা জরিমানা’সহ সতর্ক করা হয়েছে। পরবর্তীতে নিষিদ্ধ নেশা জাতীয় ঔষধ পাওয়া গেলে তার ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করা হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন