জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক সম্রাট লাল মিয়া আটক | Daily Chandni Bazar জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক সম্রাট লাল মিয়া আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ২১:৫০
জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক সম্রাট লাল মিয়া আটক
শাহাদাৎ হোসেন জয়পুরহাট:

জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক সম্রাট লাল মিয়া আটক

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ লাল মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে  আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার সকালে  কালাই উপজেলার নান্দাইল দিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত লাল মিয়া, মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্যয়পুর গ্রামে আলাল মিয়ার ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত লাল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো।  একটি পিক-আপ ভ্যানে করে গাঁজা ও ফেন্সিডিল গুলো রাজধানী ঢাকাতে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে  কালাই উপজেলার নান্দাইল দিঘী এলাকায় অভিযান চালিয়ে ৫৩৮ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক বহনকারি একটি পিকআপও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন