জয়পুরহাটে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ | Daily Chandni Bazar জয়পুরহাটে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ২১:৫৮
জয়পুরহাটে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
জয়পুরহাট ব্যুরোঃ

জয়পুরহাটে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

বিনামূল্যে সেলাই মেশিন পেল জয়পুরহাট সদর উপজেলার ১৮ অসহায় ও বেকার দরিদ্র নারী। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল আলম, গোলাম হক্কানি, পরিবেশ বিষক সম্পাদক মহসিন আলী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ। সেলাই মেশিন পেয়ে সদর উপজেলার এই ১৮ নারী কৃতজ্ঞতা প্রকাশ করেন।