জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার | Daily Chandni Bazar জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ২২:০৫
জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ব্যুরো প্রধান জয়পুরহাট:

জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালের বিলের ঘাট এলাকার তুলশীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, দুপুরে নদীর পূর্ব দিক থেকে ভেসে আসা অজ্ঞাত যুবকের মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বেশ কয়েক দিন আগেই তাকে হত্যা করে নদীতে ভেসে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।