অস্ত্রের মুখে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই | Daily Chandni Bazar অস্ত্রের মুখে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ আগস্ট, ২০২০ ০৬:১৪
অস্ত্রের মুখে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই
আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ

অস্ত্রের মুখে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

জয়পুরহাটের আক্কেলপুরে অস্ত্রের মুখে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে।গত বৃহস্পতিবার ৩০ জুলাই  রাত পৌনে ৯ টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় এলাকায় ঘটনাটি ঘটে।জানা যায়, জয়যাত্রা টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ ও তার সহকর্মী রুহুল আমিন সংবাদ সংগ্রহের কাজে মোটসাইকেল নিয়ে বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটে যায়। সেখান থেকে সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে আক্কেলপুর থানায় ওসির সাথে স্বাক্ষাত শেষে রাত ৮ টার পর জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। যাবার পথে কেসের মোড় এলাকায় ৭/৮ জনের একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র, চাকু, রামদা ও লাঠি দিয়ে সাংবাদিক সুলতান ও তার সঙ্গে থাকা সহকর্মী রুহুলকে পথ রোধ করে ও তাদের এলোপাথারি মারপিট করে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলটি ২জন ছিনতাইকারী  জামালগঞ্জ চারমাথার অভিমুখে পালিয়ে যায়। 

এসময় অপর দিক থেকে একটি  পিকআপ ভ্যানটিকেও দুর্বৃত্তরা আটকানোর চেষ্টা করে,তখন এ সুযোগে সুলতান ও তার সহকর্মী রুহুল দৌড়ে পালিয়ে যাবার সময় মোবাইল ফোনে আক্কেলপুর থানার ওসিকে ঘটনার কথা জানায়। ওসিসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, আমার কাছ থেকে স্বাক্ষাত করে যাবার পথে ছিনতাইকারীর কবলে পরে দুই সাংবাদিক। মোবাইল ফোনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং জেলার সকল প্রবেশ দ্বারে পুলিশের পক্ষ থেকে ম্যাসেজ দিয়ে তল্লাশী চালানো হচ্ছে। আমরাসহ ডিবি পুলিশের একটি টিম ছিনতাইকারীদের আটক ও বাইকটি উদ্ধারে জোড় তৎপরতা চালানো হচ্ছে।