![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভারত অবস্থান নেয়। অস্ত্র,বস্ত্র,খাদ্য বাসস্থান দিয়ে পরিনীত হয অকৃত্রিম বন্দু রুপে। বাংলাদেশের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে ভারত সীমান্ত। সীমান্ত নিয়ে দুদেশের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দিলেও রাষ্ট্রীয় অনেক বড় বড় সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছে দেশটি। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে গতকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির চেচড়া সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।
শনিবার (১ আগস্ট) দুপুরে চেচড়া সীমান্তের ছোট যমুনা নদীর পাড়ে ভারত- বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ও বিএসএফ ভারতের হিলি ক্যাম্প কমান্ডার সংগ্রাম দুবাহিনীর পক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আটাপাড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিজিবির পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও শুভেচ্ছা জানিয়েছেন। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এলক্ষোই দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলোতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। । এতে করে সীমান্তে দায়ীত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলেও তিনি জানান।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন