শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ২ গৃহবধু সহ এক স্কুল ছাত্রীকে মারপিট থানায় অভিযোগ | Daily Chandni Bazar শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ২ গৃহবধু সহ এক স্কুল ছাত্রীকে মারপিট থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ আগস্ট, ২০২০ ১৩:০২
শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ২ গৃহবধু সহ এক স্কুল ছাত্রীকে মারপিট থানায় অভিযোগ
সোহেল আক্তার মিঠু শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ২ গৃহবধু সহ
এক স্কুল ছাত্রীকে মারপিট  থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্রে করে  ২ গৃহবধু সহ এক স্কুল ছাত্রীকে মারপিটের ঘটনায়, রবিবার শিবগঞ্জ   থানায় একটি  অভিযোগ দায়ের করা হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার শব্দলদিঘী গ্রামের জনৈক ফজলু ফকির এর ছেলে হযরত আলী ফকির (৩৬), আব্দুল গফুর ফকির এর ছেলে আঃ রহিম ফকির (২৭), মৃত: সিরাজ ফকির এর ছেলে ইদ্রিস ফকির (৫৮) ও আব্দুল গফুর  ফকির (৪৮) বতর্মান মহামারী করোনা ভাইরাস এর মধ্যে সরকারি নিদের্শ উপেক্ষা করে গ্রামের মধ্যে তথা কথিত ওছলগাড়ী আলিয়ারহাট হাতিবান্ধা পীর সাহেব নিয়ে এসে জন সমাগম, আলোচনা সভা শেষে শতাধিক লোককে আপ্যায়ন করে। এতে  মসজিদ কমিটিকে না জানিয়ে মসজিদের চট ব্যবহার করে। 

এর প্রেক্ষিতে এলাকার মুসল্লি এবং ঈমাম মোয়াজ্জেম প্রতিবাদ করলে  এর প্রেক্ষিতে  হযরত আলী ফকির গং ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটি ও ঈমাম মোয়াজ্জেম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনার আব্দুল গাফ্ফার ফকির প্রতিবাদ করলে তারা তাকে ভবিষ্যতে ক্ষতি ও মারপিটের হুমকি প্রদান করে। একপর্যায়ে ০১ আগষ্ট সন্ধ্যা ৫.৪৫ ঘটিকার সময় বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময়  ১ স্কুল ছাত্রী সহ ২জন গৃহবধু আহত হয়। আতরা হচ্ছেন গোফফার এর স্ত্রী মোছাঃ খাতিজা বেগম (৩৬), মেয়ে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির পড়ুয়া ছাত্রী মোছাঃ শারমিন আক্তার (১৪) ও মা  বুলি বেগম (৭০)। এ ব্যাপারে গোফ্ফার বলেন, করোনা কারণে আমি প্রতিপক্ষদেরকে বাঁধা নিষেধ করেছি, কিন্তু প্রতিপক্ষরা পীরের দোহায় দিয়ে আপ্যয়ন, জন সমাগম সহ সরকারি আইন ও বাঁধা নিষেধ উপেক্ষ করলে।

আমি এর প্রতিবাদ করলে তারা আমার বাড়ি ঘর ভাংচুর করে আমার স্ত্রী, মা ও সন্তানকে বেধরক ভাবে মারপিট করে। আমার স্ত্রীকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক মাথায় গুরুতর আঘাত এর কারণে ৫টি সেলাই দেয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে প্রেরণ করে। সেখানে ডাক্তার তাকে মস্তিস্কে রক্ত ক্ষরণ সম্ভাবনা দেখা দেওয়ায় সিটি স্ক্যান করার পরামর্শ প্রদান করেন। বর্তমানে সে শজিমেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর সাথে কথা বলা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন