![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ার শেরপুরে প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীনভাতা ও বিধবা ভাতার বই বিতরণ ও একাউন্ট খোলার নামে ১ হাজার ১০ টাকা উৎকোচ গ্রহণনের অভিযোগ উঠেছে খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের বিরুদ্ধে। উক্ত অভিযোগের উপস্থাপনের নিমিত্তে মানববন্ধন করেছে এলাকাবাসী। (৪ আগস্ট) মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার খানপুর ইউনিয়ণের কয়েরখালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৪নং খানপুর ইউনিয়ণের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মান্নান, খানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম ও জুয়েল রানাসহ অত্র ইউনিয়নের বিভিন্ন মহলের প্রায় ২৫০ জন এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা মানববন্ধনে দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন