জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু | Daily Chandni Bazar জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ২৩:০২
জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জয়পুরহাট ব্যুরো

 জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জয়পুরহাটে বজ্রপাতে সেকেন্দার আলী (৫০)  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত কৃষক সেকেন্দার আলী পৌলুঞ্জ গ্রামের উমির উদ্দিনের ছেলে। ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান ,সেকেন্দার আলী প্রতিদিনের মতো  নিজের জমিতে কাজ করছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে কৃষক সেকেন্দার আলী পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় একই গ্রামের মুতলুব হোসেন নামের আরোও একজন কৃষক আহত হয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন