![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
আজ বুধবার, সকাল ১১ টায় সেন্সবেরি সুপার স্টোরে জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন এবং সেবা যৌথভাবে সহায় সম্বলহীনদের জন্য বিনামূল্যে অক্সিজেন কার্যক্রম উদ্বোধন করা হয়। জীবনের জন্য অক্সিজেন কার্যক্রম উদ্বোধন করেন শজিমেক-এর অধ্যক্ষ, বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক, অধ্যাপক ডা. মোঃ রেজাউল আলম জুয়েল এবং বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেবার প্রধান উদ্যোক্তা জননেতা মঞ্জুরুল আলম মোহন।
অধ্যাপক ডা. মোঃ রেজাউল আলম জুয়েল তার বক্তব্যে সেবা’র মহতী উদ্যোগের প্রশংসাসহ সাধুবাদ জানান এবং সেবা’র কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
করোনা মহামারী কালসহ বিভিন্ন সময়ে সহায় সম্বলহীন অসহায় মানুষ জরুরী অক্সিজেন সেবা বিনামূল্যে পেতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য, গত ৬ বছর যাবৎ জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের চালু থাকা অক্সিজেন সহায়তা কর্মসূচি এ করোনা কালে অসহায় মানুষের জন্য সেবা’র মহতী উদ্যোগে সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে এ কার্যক্রম যৌথভাবে চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জীবনের জন্য অক্সিজেন কার্যক্রমের সহযোগিতা নিতে চিকিৎসকের ব্যবস্থাপনা পত্রসহ নির্ধারিত ফোন নাম্বারে অথবা ফেসবুকে সেবা’র পেজে যোগাযোগ করা যাবে। অক্সিজেন সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এবং ৫টি অক্সিজেন সিলেন্ডার একাজে নিয়োজিত থাকবে। আজকের এই উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেনÑ জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের সভাপতি মাসুদার রহমান মাসুদ, সেবা’র উপদেষ্টা মোঃ গোলাম রাব্বানী, সংগঠক রাশেদ, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম লিটন, ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানসহ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন