শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও মাসব্যাপি কর্মসূচি ঘোষনা | Daily Chandni Bazar শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও মাসব্যাপি কর্মসূচি ঘোষনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২০ ১৬:০২
শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও মাসব্যাপি কর্মসূচি ঘোষনা
ষ্টাফ রিপোর্টার

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায়
দোয়া মাহফিল ও মাসব্যাপি কর্মসূচি ঘোষনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার শহরের তিনমাথা রেলগেট সংগঠন কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে শহরের তিনমাথা রেলগেট সংগঠন কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচি ঘোষনা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার।

কর্মসূচিগুলো হলো-৮ আগস্ট বঙ্গতামা ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, ১৫ আগস্ট বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহন, ১৬ আগস্ট শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রহিত এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী আকন্দ, সোহানুর রহমান শিমুল, ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রোহান, গোলাম রব্বানী, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্রনাথ কুমার দাস, শ্রমিক কল্যান সম্পাদক সহিদ ইসলাম, দিলারা আফরোজ ছায়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রায়হান উদ্দিন পলাশ সহ প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ নুরুল ইসলাম।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন