বগুড়া সদরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন | Daily Chandni Bazar বগুড়া সদরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ আগস্ট, ২০২০ ১৮:১৮
বগুড়া সদরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
ষ্টাফ রিপোর্টার

বগুড়া সদরে বিশ্ব
মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় ও জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। 

মাতৃদুগ্ধ ও পরিপুরক খাবার বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশু। “মাতৃদুগ্ধদানে সহায়তা করুন- স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন” প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। 
বগুড়া সদরের বুড়িগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ইসরাত জাহান তথ্য উপাত্ত সমৃদ্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাতৃদুগ্ধ পরিপুরক খাবারের উপর বিষদভাবে আলোচনা করেন।
আলোচনা সভায় মাঠ কর্মচারীদের মাতৃদুগ্ধ ও পরিপুরক খাবার এর উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নওদাপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ অসীম কুমার সাহা।

উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র’র মেডিকেল অফিসার ডাঃ নিশাত তাসনীম, গোকুল উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির, হাজরাদিঘী উপ-স্বাস্থ্য কেন্দ্র’র মেডিকেল অফিসার ডাঃ প্রিয়ম তালুকদার, রাজাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র’র সহঃ সার্জন ডাঃ ইফতেখার হায়দার খান, ফাঁপোড় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহঃ সার্জন ডাঃ বুবলী সাহা, শেখেরকোলা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহঃ সার্জন ডাঃ সাদিয়া মুহতাদী, সাবগ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র’র সহঃ সার্জন ডাঃ ফারজানা আফরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, স্যানিটারী ইন্সপেক্টর ভুপেন্দ্র নাথ রায়, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোছাঃ শামিমা আকতার, ক্যাশিয়ার আমিনুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রঞ্জন কুমার দাস, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবু বক্কর সিদ্দিকী, টিএলসিএ মোঃ আব্দুস ছালামসহ সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মাঠ পর্যায়ের কর্মচারী।

উল্লেখ্য বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষ্যে একদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় মাইকিং করা হয় এবং বগুড়া সদর উপজেলার ৩৬ টি কমিউনিটি ক্লিনিক ও ৫ টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা সপ্তাহ ব্যাপী মাতৃদুগ্ধ ও পুরপুরক খাদ্য বিষয়ক পরামর্শ প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন