বগুড়ায় করোনায় মৃত্যু ৩ নতুন আক্রান্ত ৫১ জন | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় মৃত্যু ৩ নতুন আক্রান্ত ৫১ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ আগস্ট, ২০২০ ১৮:২৪
বগুড়ায় করোনায় মৃত্যু ৩ নতুন আক্রান্ত ৫১ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় মৃত্যু ৩
নতুন আক্রান্ত ৫১ জন

বগুড়ায় করোনা ভাইরাসে আরো ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এ নিয়ে গত বুধবার পর্যন্ত জেলায় সরকারী হিসেবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১২ জনে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৫১ জন। সর্বশেষ মৃত ৩ জনের মধ্যে ২জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল এলাকার বাসিন্দা ও শিক্ষক সুবেদ আলী (৪২)। তিনি গত বুধবার রাত ১০ টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন। মৃত অপরজন হলেন, রাজশাহী মহানগরীর কাজলা এলাকার বাসিন্দা সুফিয়া খাতুন (৫৩)। তিনিও বুধবার রাত ৮টার দিকে একই হাসপাতালে মারা যান। এর আগে তারা দুজনই করোনা পজিটিভ সনাক্ত হন। অপর আরো এক জন মারা গেলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি জেলা সিভিল সার্জন অফিস। 

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাপসাতালের কর্মকর্তা আব্দুর রহিম রুবেল জানান, এই হাসপাতালে ২ জন করোনায় মারা গেছে। বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এ ডাঃ ফারজানুল ভার্চুয়াল ব্রিফিং এ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় ৫১ জন আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে বগুড়ায় করোনা রোগীর সংখ্যা এখন ৫ হাজার ৪৯ জন। এর মধ্যে ৩ হাজার ৪৩৫ জন পুরুষ, ১ হাজার ৩৬০ জন মহিলা ও ২৫৪ জন শিশু। গত ২৪ ঘন্টায় আরো ১২৩ জন সুস্থ্য হওয়ায় মোট সুস্থ্য সংখ্যা ৩ হাজার ৭৭২ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১৫ জন। বগুড়ায় নতুন করে ৫১জন করোনায় শনাক্ত হওয়াদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১৬ জন, শিশু ১ জন রয়েছে। জেলা সদরে ৪৩জন, দুপচাঁচিয়া ৩জন, আদমদীঘি ২জন, শেরপুর ২জন এবং শিবগঞ্জে ১ জন। শজিমেকের ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে ৩২জন পজিটিভ এবং টিএমএসএস এ ৩০ নমুনা পরীক্ষার ফলাফলে ১৯ জন পজিটিভ হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন