![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জয়পুরহাটের কালাইয়ে কাঁচা রাস্তায় কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই মোসলেমগঞ্জ-বেউরগ্রাম, দুধাইল-আকলাপাড়া, পুর-শেখপুর পর্যন্ত এ ছয় কিলোমিটার কাঁচা রাস্তার উভয় পাশে বসবাসকারী এলাকাবাসী বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে। তাদের দাবি, দ্রুত এ ছয় কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হোক।
করমকা-নান্দ্রা আবাসন প্রকল্পের সভাপতি হেলাল মণ্ডল জানান, কর্দমাক্ত কাঁচা রাস্তায় কোন যানবাহন চলাচল করতে না পারায়, প্রতি বছর উন্নত চিকিৎসার অভাবে কেউনা কেউ মৃত্যু বরণ করেন; চলতি বর্ষায় মারা গেছেন- আকলাপাড়ার আব্দুল জলিলের মেয়ে সুমি এবং করমকার মওলার মেয়ে মিনি।
এ দুর্ভোগ থেকে তারা মুক্তি চান। জনসাধারণ জানান, ওই ছয় কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে উপজেলার অন্তত ১৪ হাজার মানুষ চলাচল করে। এ রাস্তাই এর উভয় পাশে বসবাসকারী মানুষের একমাত্র অবলম্বন। যার প্রতি পরতে পরতে একাধিক খানাখন্দ, স্থানে স্থানে বড় বড় গর্ত। বর্ষাকালে এ রাস্তায় ভ্যান, ভটভটি, মোটরসাইকেল, বাইসাইকেল এমনকি কোনও যানবাহনই চলাচল করতে পারে না। পায়ে হেঁটে চলাচল করতেও ভোগান্তি পোহাতে হয়। করমকা গ্রামের আব্দুল জলিল ও রুবেল, বেউর গ্রামের ফজলুল হক, আকলাপাড়া গ্রামের হারুন ও বাবলুসহ অনেকেই জানান, ভোটের সময়ে জনপ্রতিনিধিরা মিথ্যা আশ্বাস দেন।
তারপর আর কোন খোঁজই রাখেননা। ফলে তারা বর্ষাকালে যে কৃষি পণ্য উৎপাদন করেন, সেগুলো বাজারজাত করতে পারেন না; নষ্ট হয়ে যায়।প্রসূতিসহ রোগী ও গবাদি পশু নিয়ে বরাবরই বিড়ম্বনায় পড়তে হয়।উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী জানান, উল্লিখিত রাস্তাগলো পাকারকণের লক্ষ্যে ইতোমধ্যেই পৃথক আইডি খোলা হয়েছে। আশা করা হচ্ছে- আগামি অর্থ বছরেই ওই ছয় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজ শুরু করা যাবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন