হিলিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালন | Daily Chandni Bazar হিলিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৮:৪২
হিলিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালন
হিলি প্রতিনিধি:

হিলিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালন

দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও দুস্থ্য মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণের মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রিয় অনুষ্ঠান সরাসরি সম্পচার করা হয়। এর পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কর্মজিবনী তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে ৬জন দুস্থ্য মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করসহ অনেকে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন