২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭ | Daily Chandni Bazar ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ আগস্ট, ২০২০ ১৬:৪৫
২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭
অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ মারণভাইরাসে আক্রান্ত হয়ে আগের দিন ৩২ জনের প্রাণহানি ঘটে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩৩৯৯ জন। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৪৮৭ জন। আগেরদিন শনাক্ত হয়েছিলেন ২৬১১ জন।

আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা। গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ ২৯ হাজার। তবে এক কোটি ২৭ লাখ ২৯ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। 

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন